• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টায় ৯ নবজাতকের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ অক্টোবর ২০১৭, ১৭:১৬

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের একটি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ নবজাতকের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন দিনে হাসপাতালটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জনে। খবর এনডিটিভি।

রোববার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত ৯ শিশুর মৃত্যু হয়। শিশু মৃত্যুর জন্য চিকিৎসক এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবকে দায়ী করছে নিহত শিশুর স্বজনেরা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় অবহেলা নয় বরং অসুস্থতার জন্যই শিশুদের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত নবজাতকদের মধ্যে পাঁচজন ছিল গুজরাটের লুনাওয়াড়া, সুরেন্দ্রনগর, গান্ধীনগরের মানসা, ভিরামগাম এবং সবরকণ্ঠ জেলার হিম্মতনগর থেকে আসা। ওই সব এলাকার হাসপাতাল থেকে এসব শিশুকে আহমেদাবাদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল। বাকি চারটি শিশুর জন্ম হয়েছিল ওই হাসপাতালেই। এ ঘটনার জের ধরে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হাসপাতালের সুপারিনটেনডেন্ট এম এম প্রভাকর জানান, ওই নয় নবজাতকেরই ওজন কম ছিল। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।

গুজরাট কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক গেহলেট এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, উত্তর প্রদেশের পর বিজেপি শাসিত দ্বিতীয় রাজ্য গুজরাটে এভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটলো। এ ঘটনার গুজরাটের ওই সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের দুইটি সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহের অভাবে দেড় শতাধিক শিশুর মৃত্যু হয়।

এপি/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh