• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

‘ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগকারীরা মিথ্যাবাদী’

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ অক্টোবর ২০১৭, ১১:৩৫

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা সব নারীই মিথ্যাবাদী। দাবি করলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। খবর সিএনএনের।

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে হোয়াইট হাউজের অবস্থানের ব্যাপারে প্রশ্ন করা হলে স্যান্ডার্স একথা বলেন।

তিনি বলেন, শুরু থেকেই এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং প্রেসিডেন্ট এ বিষয়ে কথাও বলেছেন। স্যান্ডার্স বলেন, তারা সকলেই মিথ্যা বলছেন।

এদিকে সিবিএস নিউজের জ্যাকুয়েলিন আলেমানি বলেছেন, অবশ্যই, বিভিন্ন সংবাদমাধ্যমে ট্রাম্পের যৌন হয়রানি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। কমপক্ষে ১৬ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে।

এর আগে গেলো সপ্তাহে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এগুলো সব মিথ্যা খবর। সবগুলো তৈরি করা খবর। তবে যা ঘটেছে তা অসম্মানজনক কিন্তু বিশ্ব রাজনীতিতে এগুলো অস্বাভাবিক নয়।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গন ও বিনোদন জগতে যৌন হয়রানির ঘটনায় বেশ সরগরম আমেরিকা।

গেলো বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণায় সময় বেশকয়েকজন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ তুলেছিলেন। তখন ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, তার চরিত্র কুলষিত করতে রাজনৈতিক প্রচারণা শুরু হয়েছে।

এ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
X
Fresh