• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুখে থাকার আইনস্টাইনের সূত্র ১২ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ অক্টোবর ২০১৭, ১৫:০২

আলবার্ট আইনস্টাইন ১৯২২ সালে জাপানে গিয়েছিলেন। ওই সফরে বক্তৃতা দিতে গিয়ে সুখ নিয়ে একটি নোট লিখেছিলেন তিনি। নোটটি তিনি দিয়েছিলেন টোকিওর এক হোটেলের বেলবয়কে। এতে সংক্ষেপে সুখী জীবনযাপনের তত্ত্বটি লেখা ছিল। ৯৫ বছর পর ইসরায়েলের জেরুজালেমে আইনস্টাইনের হাতে লেখা সে নোট নিলামে বিক্রি হয়েছে। তাও আবার ১৫ লাখ ডলারে যা বাংলাদেশি টাকায় ১২ কোটি ৪২ লাখ ৩৭ হাজার টাকায়। খবর বিবিসি।

ওই সফরে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ছিলেন আইনস্টাইন। সে সময় এক জাপানি বেলবয় তার কাছে বার্তা নিয়ে আসে। সাধারণত কেউ বার্তা নিয়ে এলে তাকে কিছু বকশিশ দিতে হয়। ধারণা করা হয়, আইনস্টাইন ওই বেলবয়কে বকশিশ দিতে চাইলেও তিনি তা নিতে চাননি অথবা আইনস্টাইনের কাছে খুচরা ছিল না। তখন তিনি হয়তো দ্রুত কয়েকটি বাক্য লিখে দেন সেই বেলবয়কে।

ওই নোট বেলবয়কে দেওয়ার সময় আইনস্টাইন বলেছিলেন, যদি তুমি ভাগ্যবান হও, এ শব্দগুলো সাধারণ বকশিশের চেয়েও বেশি দামি হবে। একটি নোটে লেখা ছিল, ‘নিত্য অস্থিরতাযুক্ত সফল জীবনের চেয়ে প্রশান্ত ও পরিমিত জীবন অধিক আনন্দ নিয়ে আসে।’

আরেকটি সাদা কাগজের ওপর লিখে দিয়েছিলেন, ‘ইচ্ছা থাকলে উপায় হয়’ এ কথাটি।

উল্লেখ্য, জেরুজালেমের উইনার অকশান হাউসে এ নোট দুটি নিলামে তোলেন ওই বেলবয়ের ভাতিজা।

এপি/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh