• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আফগানিস্তানে মিলিটারি একাডেমিতে তালেবান হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ অক্টোবর ২০১৭, ১০:১৩

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলে একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন মিলিটারি ক্যাডেট নিহত হয়েছে। এর ফলে সপ্তাহজুড়ে বিভিন্ন জঙ্গী গোষ্ঠীর হামলায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০০ জনে। খবর বিবিসির।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেন, এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। তিনি বলেন, মার্শাল ফাহিম মিলিটারি একাডেমি থেকে মিনিবাসে করে যাওয়ার সময় এই আত্মাঘাতী বোমা হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, হামলাকারী পায়ে হেঁটে এসেছিল। এদিকে তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে। গত ২৪ ঘন্টার মধ্যে শহরটিতে এটি দ্বিতীয় আত্মঘাতী বোমা হামলা।

এর আগে শুক্রবার শহরের একটি শিয়া মসজিদে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় ৫৬ জন নিহত হয়। ইসলামিক স্টেট ওই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দেয়। কিন্তু এর পক্ষে তারা কোন প্রমাণ উপস্থাপন করেনি। তবে গ্রুপটি এর আগেও শিয়াদের ওপর হামলা চালিয়েছে।

পার্শ্ববর্তী ঘর প্রদেশেও শুক্রবার সুন্নি মসজিদে অপর এক হামলায় ২০ জন নিহত হয়েছে। তবে কে ওই হামলা চালিয়েছে সেটা স্পষ্ট নয়।

আফগানিস্তান ছেড়ে মার্কিন বাহিনী ও নেটো চলে যাওয়ার পর থেকেই দেশটিতে আত্মঘাতী বোমা হামলার পরিমাণ বেড়ে গেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
X
Fresh