• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘মিয়ানমারের হাতেই রোহিঙ্গা সমস্যার সমাধান’

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ অক্টোবর ২০১৭, ১৭:৪৭

অভিজ্ঞতা থেকে দেখা যায় আপদকালীন মুহূর্তে বিদেশি হস্তক্ষেপ কাজ করে না। মিয়ানমার নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবে বলে চীন বিশ্বাস করে। বললেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপপ্রধান ‍গুয়ো ইয়েজহৌ।

দেশটিতে চলমান কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের আলোচনাসভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‍গুয়ো ইয়েজহৌ বলেন, চীনের নীতি হচ্ছে সহিংস ও সন্ত্রাসী হামলার নিন্দা জানান। সঙ্গহ কারণেই আমরা রাখাইনে হামলার নিন্দা জানায়। তবে মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দেশটির সরকারের প্রতি বেইজিংয়ের সমর্থন রয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, চীনের নীতি হচ্ছে অন্য কোনো একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। মিয়ানমার অস্থিতিশীল হলে তার প্রভাব চীনেও পড়বে কারণ দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে।

চীনের শীর্ষ এই নেতা আরো বলেন, মিয়ানমারে স্থিতিশীলতা আনয়নে দেশটির সরকারের প্রচেষ্টাকে চীন সমর্থন করে।

মিয়ানমারে গত আগস্টের শেষ সপ্তাহ থেকে সেনাবাহিনীর অভিযানের প্রেক্ষিতে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছে। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে জাতিগত নিধন চলছে।

/কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান রিয়াজ 
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
X
Fresh