• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তামিলনাড়ুতে ছাদ ধসে ৮ পরিবহন শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ অক্টোবর ২০১৭, ১৫:২৪

ভারতের তামিলনাড়ুতে একটি পুরোনো বাসস্ট্যান্ডের ছাদের কিছু অংশ ধসে পড়ায় আটজন পরিবহন শ্রমিক মারা গেছে। গতকাল রাতের এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

কর্মকর্তারা জানিয়েছেন, নাগাপট্টিনামের পোরাইয়ারে ওই ঘটনার পর শত শত মানুষ বিক্ষোভ করেছে। নিহতদের মধ্যে সাতজন তামিলনাড়ু রাজ্য পরিবহন কর্পোরেশনের বাস কন্ডাক্টার এবং একজন ড্রাইভার।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে তিনজনকে উদ্ধার করেছে। আহতদের নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় ওই ব্যক্তিরা ঘুমিয়ে ছিলেন।

রাজ্যটির মুখ্যমন্ত্রী এরাপার্রি পালানিসামি নিহত ব্যক্তিদের পরিবারকে সাড়ে সাত আর গুরুতর আহতদের দেড় লাখ রুপি পুরস্কার হিসেবে ঘোষণা করেছে। সামান্য আহতদের জন্য ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

যোগ্যতার ভিত্তিতে নিহত ব্যক্তিদের পরিবার থেকে একজন করে পরিবহন বিভাগে কাজ দেওয়ার ঘোষণা দিয়েছেন এরাপার্রি।

১৯৫২ সালে নির্মিত দ্বিতল অফিসটিতে রাতে শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভবন ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নাগাপত্তিনাম ডিস্ট্রিক্ট কালেক্টর ড. সি সুরেশ কুমার ঘটনাস্থল পরিদর্শন শেষে ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ/এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে নির্মাণাধীন হলের ছাদ ধসে আহত ৯, তদন্ত কমিটি
রাবিতে নির্মাণাধীন হলের ছাদ ধসে আহত ৯
X
Fresh