• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডে ২০০ বছরের মধ্যে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৭, ১৬:০৮

নিউজিল্যান্ডের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাসিনদা আর্ডার্ন। নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির নেতা উইন্সটন লেবার পার্টিকে সমর্থন দেয়ায় প্রধানমন্ত্রী হচ্ছে লেবার পার্টির এই নেতা।

৩৭ বছর বয়সী আর্ডার্ন গত দুইশো বছরেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। খবর সিএনএনের।

প্রায় এক মাস আগে সাধারণ নির্বাচনে পর সরকার গঠনের জন্য লেবার পার্টি ও ন্যাশনাল পার্টির কারোরই সরকার গঠনের মত সংখ্যাগরিষ্ঠতা ছিল না।

আর্ডার্ন বলেন, এটা একটি উত্তেজনাপূর্ণ দিন। আমরা সবার জন্য সমঅধিকার ও উন্নত একটি নিউজিল্যান্ড গড়তে চাই।

আর্ডার্ন গেলো আগস্টে লেবার পার্টির নেতৃত্বভার গ্রহণ করেন। আর এরই মধ্যে তার দল নিউজিল্যান্ডে সরকার গঠন করছে।

নিউজিল্যান্ডের এই সাধারণ নির্বাচনের ফলাফল ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির জন্য চপটাঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফার্স্ট পার্টির নেতা পিটার্স বলেন, আমাদের হাতে সুযোগ ছিল যে আমরা পরিবর্তন পক্ষে যাবো না একটা ভারসাম্য বজায় রাখব। আর এর মধ্য প্রায় এক মাসের রাজনৈতিক অনিশ্চয়তা দূর হলো।

পিটার্সকে উপপ্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। আর্ডার্ন বলেছেন, আগামীকাল সরকারের মন্ত্রিসভার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আর্ডার্ন বলেন, আমি দারুণভাবে সম্মানিতবোধ। কারণ লেবার পার্টির নেতৃত্বে আমরা সরকার গঠন করতে পারছি।

সাধারণ নির্বাচনে ফার্স্ট পার্টি ৯টি সিট পেয়েছিল। লেবার-গ্রীন ব্লক ৫৪টি আর ন্যাশনাল পার্টি পেয়েছিল ৫৬ সিট।

এ/এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
X
Fresh