• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

২৭ জনের দেশ সিল্যান্ড!

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৭, ১১:৪৪

বিশ্বের ক্ষুদ্রতম দেশ সিল্যান্ড। আয়তন সাকুল্যে ৬ হাজার স্কয়ার ফুট। বাসিন্দা মাত্রা ২৭ জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন এই দেশ তৈরি করেছিল। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ।

ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। দেশটির একটি রাজধানীও রয়েছে। আছে নিজস্ব মুদ্রাও। দেশটির রাজধানীর নাম এইচএম ফোর্ট রগস। মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় স্টিলের পাইপের উপর এই দেশটির অবস্থান। এই দেশটিতে কোনো মাটি নেই। পুরোটাই স্টিল। এই দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে ১০ কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে। দেশটিতে একটিমাত্র ঘর চোখে পড়বে এবং সেটিই এই দেশের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের উপর দেশটির পতাকা পতপত করে উড়তে দেখা যাবে।

এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শাসন করেছে। ৯ অক্টোবর ২০১২ সালে রয় বেটসকে এখানে রাজা বলে ঘোষণা করা হয়। আর তার মৃত্যুর পর তার ছেলে মাইকেল এখন এর শাসক।
বিশ্বের ক্ষুদ্রতম দেশ বলা হলেও এটির আন্তর্জাতিক কোন স্বীকৃতি নেই।

১৯৪৩ সালে ব্রিটিশ সেনাবাহিনী এটি তৈরি করে। প্রথমে এর নাম ছিল ‘এইচএমফোর্ট রগস’। তখন এটি রেডিও স্টেশন হিসেবে ব্যবহৃত হতো।

এপি/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়, বন্ধ করলেন এসিল্যান্ড
এসিল্যান্ডের গাড়িচাপায় টাইলস ব্যবসায়ী নিহত
সেই এসিল্যান্ডকে স্ট্যান্ড রিলিজ
পাঁচ সাংবাদিককে আটকে গালাগাল ও হুমকি এসিল্যান্ডের
X
Fresh