• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জিন্স পরে সমালোচিত মালালা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর ২০১৭, ১৭:৪২

সম্প্রতি লন্ডনে জিন্স আর হিল পড়ে হাঁটতে দেখা গেল মালালা ইউসুফজাইকে। যা ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। শুধু ভাইরাল নয়, সমালোচিতও হতে হয়েছে মালালাকে । খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দিয়ে আবার নতুন করে কলেজ জীবন শুরু এমন খবর প্রকাশের পর সমালোচিত হয়েছিলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সোশ্যাল সাইটে নোবেলজয়ী কন্যা মালালার একটি ছবি ভাইরাল হয়।

সেখানে দেখা যায়, লন্ডনের রাস্তায় জিন্স পরে হাঁটছেন মালালা। পায়ে যে জুতো রয়েছে, সেখানে হিলের ছোঁয়াও দেখা যায়। মালালার ওই ছবি ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন। কেন মালালা ওই ধরণের পোশাক পরেছেন বলে তোলা হয় প্রশ্ন।

তবে মালালাকে জিন্স পরতে দেখা গেলেও, তার মাথা কিন্তু ঢাকা ছিল ওড়না দিয়েই। সে যাই হোক না কেন, মালালার ওই ছবি নিয়েই নেটিজেনদের (ইন্টারনেট ব্যবহারকারী) একাংশ তীব্র কটাক্ষ শুরু করেছে।

তবে মালালার সমর্থনেও অনেককে মুখ খুলতে দেখা গিয়েছে। যাদের মধ্যে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও রয়েছেন।

উল্লেখ্য, মালালা ইউসুফজাই একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকার নিয়ে আন্দোলন করে পরিচিতি পান তিনি। যেখানে স্থানীয় তালেবান মেয়েদের বিদ্যালয়ে শিক্ষালাভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। মালালা ২০০৯ সালে সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh