• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে আত্মঘাতী বোমা ও গুলি হামলায় ছয় পুলিশসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর ২০১৭, ১৫:১৪

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, একজন আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী পুলিশের ট্রাকে ধাক্কা দিলে সাতজন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরের আজ বুধবার এই হামলার ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

কোয়েটা পুলিশ প্রধান আব্দুর রাজ্জাক চিমা বলেন, হামলা নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছে। এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছে। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, এটা আত্মঘাতী হামলা। বুগতি বলেন, পুলিশদের বহনকারী কর্মস্থলমুখী ভ্যানটিতে আত্মঘাতী হামলাকারী গাড়ি নিয়ে ধাক্কা দিলে সেটি ছিন্নভিন্ন হয়ে যায়। টেলিভিশনের ফুটেজে গাড়ি পুড়ছে এমন দৃশ্য দেখা গেছে।

এদিকে পাকিস্তান তালেবান এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

আফগান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত কোয়েটা শহরটি বেলুচিস্তানের রাজধানী। খনিজ সম্পদ সমৃদ্ধ বেলুচিস্তান বহু বছর ধরেই দেশটিতে অশান্ত একটি প্রদেশ।

অন্যদিকে আঞ্চলিক পুলিশ প্রধান আইয়ুব কুরেশী একজন সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন। তবে এই হামলার দায় কেউ স্বীকার করে নি।

এ মাসের শুরুর দিকেই কোয়েটায় একটি সুফী মাজারে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়।

এ/এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
X
Fresh