• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কেনিয়ার বিদ্যালয়ে বহিষ্কৃত ছাত্রের হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৭, ২১:৩২

কেনিয়ার লোকচোগিও মিক্সড মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের ছয়জন বিদ্যালয়টির শিক্ষার্থী এবং একজন নিরাপত্তারক্ষী।

ওই বিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া এক ছাত্র শনিবার সকালে এই হামলা চালায়।

দুই সপ্তাহ আগে বিদ্যালয়ের কিছু ছাত্রের সঙ্গে মারামারি করার কারণে ওই ছাত্রকে বহিষ্কার করা হয়। প্রতিশোধ পরায়ন হয়ে সে এ হামলার ঘটনা ঘটায়। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। হামলাকারী বাড়ি দক্ষিণ সুদানে বলে জানা গেছে।

টুইটারে কাউন্টির গভর্নর জোসফাত নানোক বলেন, এই হামলা..সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতার খুব বেদনাদায়ক সতর্কবার্তা।

দেশটিতে বিভিন্ন সময় বর্ণবাদী হামলার ঘটনা ঘটছে। দুটি বিরোধী পার্টি একে অপরের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ আছে।

সম্প্রতি কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কিসুমুতে বিরোধী দলের সমাবেশে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছে। নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে বিক্ষোভকালে হতাহতের এ ঘটনা ঘটে।

এপি/কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘ পরিবেশ সম্মেলনে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন পরিবেশমন্ত্রী
সুদান সংঘাত থামাতে কেনিয়ায় বেয়ারবক
X
Fresh