• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিজের আগুনেই ছাই হবেন ট্রাম্প: কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৭, ১৮:১১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের যে মশাল জ্বালিয়েছেন এবার সেই আগুনে ছাই হবেন তিনি। এমন হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়ং হো ।

বুধবার তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে একটি রুশ গণমাধ্যম।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোরিয়ান পেনিনসুলাতে উত্তেজনা চলছে। চলতি বছর উত্তর কোরিয়া ছয়টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। যার মধ্যে একটি হাইড্রোজেন বোমার পরীক্ষা ছিল। উত্তর কোরিয়া হুমকি দিয়ে আসছে, দেশটি এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করতে সামর্থ্য রাখে যেটা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের কাছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়ং হো বলেন, তার দেশের পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে, তাই এ নিয়ে কোনো ছাড় নেই।