• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বোনকে ক্ষমতার কেন্দ্রে আনলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ অক্টোবর ২০১৭, ২১:১৪

নিজের পাল্লা ভারি করতে ক্ষমতায় ছোট বোনকে নিয়ে এলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বিকল্প সদস্য হিসেবে ক্ষমতার কেন্দ্রে বসানো হয়েছে ৩০ বছর বয়সী কিম ইয়ো-জংকে।

চলতি মাসের ৭ তারিখ (শনিবার) পার্টির প্রভাবশালী কেন্দ্রীয় কমিটির সভায় ইয়ো-জংকে এই পদোন্নতি দেয়া হয়। সভাপতির পর অন্যতম সর্বোচ্চ নীতি-নির্ধারক এই পদে আগে ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট কিম জং-ইলের বোন অর্থাৎ জং-উন ও ইয়ো-জংয়ের ফুফু কিম কিয়ং-হি।

এ বিষয়ে উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন, ইয়ো-জংকে নেতৃত্বে আনার মাধ্যমে দেশে কিম পরিবারের কর্তৃত্ব আরো পোক্ত হয়েছে।

গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার কয়েকজনকে ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত করেছিল আমেরিকা। ওই তালিকায় ছিলেন ইয়ো-জংও।

‘মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে তালিকাতেও তার নামে উঠে। তালিকায় লিখিত নিষেধাজ্ঞার আওতায় ইয়ো-জংকে আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে বছরের শেষে এসে ইয়ো জং-এর পদোন্নতিকে আমেরিকা কিভাবে দেখছে তা নিয়ে এখনো কোন মন্তব্য প্রকাশিত হয়নি।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh