• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শান্তি আলোচনা চায় আরসা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ অক্টোবর ২০১৭, ১৫:৪২

মিয়ানমারের রাখাইন রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে সরকারের যেকোনো শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)।

শনিবার সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্সের।

রাজ্যটিতে এক মাসের একপাক্ষিক অস্ত্রবিরতির শেষ পর্যায়ে এসে বিদ্রোহী সংগঠনটির পক্ষ থেকে শান্তি আলোচনায় যোগ দেয়ার ইচ্ছের কথা জানানো হলো। গত ১০ সেপ্টেম্বর থেকে অস্ত্রবিরতি পালন করছে আরসা।

আগামী সোমবার মধ্যরাতে শেষ হবে মাসব্যাপী অস্ত্রবিরতি। এরপর বিদ্রোহী সংগঠনটি কোন পথ বেছে নেবে সেটি স্পষ্ট না হলেও তারা বলেছে- রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও নিপীড়ন বন্ধে আরসা দৃঢ় প্রতিজ্ঞ।

শনিবারের দেয়া বিবৃতিতে সংগঠনটি জানায়, যেকোনো পর্যায়ে মিয়ানমার সরকার শান্তির পক্ষ নিলে আরসা তাকে স্বাগত জানিয়ে অংশগ্রহণ করবে। তবে তাৎক্ষণিকভাবে অং সাং সু চির সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

যদিও গত মাসে অস্ত্রবিরতি ঘোষণার পর মিয়ানমার সরকার বলেছিল, সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার কোনো নীতি তাদের নেই।

দীর্ঘদিন ধরে মিয়ানমারে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠী নিজেদের আত্মপরিচয় নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশটির কর্তৃপক্ষ তাদের ‘রোহিঙ্গা’হিসেবে পরিচয় দিতে নারাজ।

সরকারের দাবি, এরা অবৈধ নাগরিক। অন্যদিকে রোহিঙ্গারা নিজেদের মিয়ানমারের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছিল।

এরইমধ্যে আগস্টের শেষ দিকে রাখাইনে কয়েকটি নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন নিহত হন।

এর জের ধরে সরকারি বাহিনী রাখাইনের গ্রামগুলোতে সেনা অভিযান শুরু করে। এতে নারী, শিশুসহ নির্দোষ অনেকেই হতাহত হন। গ্রামের পর গ্রাম আগুনে পুড়িয়ে দেয়া হয়। বাধ্য হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিতে থাকেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মতে এ পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের উপকূলে অবস্থান নিয়েছে।

মিয়ানমার সরকারের কর্মকাণ্ডকে ‘জাতিগত নিধনযজ্ঞের প্রকৃষ্ট উদাহরণ’হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। তবে সরকারের দাবি, রাখাইনে ‘শান্তি প্রতিষ্ঠায় কাজ করা হচ্ছে’। যদিও বিশ্বের কোনো সংবাদ সংস্থা বা মানবাধিকার সংগঠনকে সেখানে প্রবেশ করতে বাধা দেয় তারা।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
X
Fresh