• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চীন সীমান্তে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ অক্টোবর ২০১৭, ১৭:৩১

চীনা সীমান্তের কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনডিটিভি জানায়, চীন সীমান্তের কাছে ইয়াংচি এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টার দিকে মি-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ভারতের প্রতিরক্ষা মুখপাত্র সুনীত নিউটনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অরুণাচল প্রদেশের চীন সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার তৈরি এমআই-১৭ মডেলের এ হেলিকপ্টারটিতে করে সেনা কর্মকর্তারা উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের একটি সীমান্ত ঘাঁটিতে যাচ্ছিল। বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করতে সেখানে গেছে একটি দল। এ ঘটনায় এরইমধ্যে তদন্তকাজ শুরু হয়েছে।

ভারতের বিমানবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, নিহত সাতজনের সবাই বিমানবাহিনীর সদস্য। তবে তাদের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সেনাবাহিনীর মুখপাত্র সুনীত নিউটন আরো বলেন, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি ।

রয়টার্স জানায়, নতুন বিমান ও হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে নিজেদের বিমানবাহিনীর আধুনিকায়নের চেষ্টা করছে ভারত।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিলের মধ্যে বিমান!
সেনাপ্রধানের সঙ্গে ভারতের বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স ও বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু
বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন বিমানবাহিনীর সদস্যরা
X
Fresh