• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অজগর ভাজি করে খেলো গ্রামবাসী!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৫৯

অজগর খেলো গ্রামবাসী। বিষয়টি আপনার অবিশ্বাস্য মনে হলেও এমনি ঘটেছে ইন্দোনেশিয়ার একটি গ্রামে। খবর বিবিসি।

শনিবার দেশটির সুমাত্রার বাতাং গানসাল জেলায় একটি পাম বাগানের রাস্তায় একটি অজগর সাপের মুখোমুখি হন নিরাপত্তা কর্মী রবার্ট নাবাবান।

৮ মিটার (প্রায় ২৬ ফুট) লম্বা সাপটিকে নাবাবান ধরার চেষ্টা করলে সাপটি তাকে আক্রমণ করে। সাপটি নাবাবানকে আক্রমণ করার পর ওই গ্রামের মানুষ আর অজগরের মধ্যে লড়াই চলতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসীরা অজগরটি মেরে ফেলে। এই লড়াইয়ে মারাত্মক জখম হন নাবাবান।

তিনি কেন অজগরটিকে ধরার চেষ্টা করছিলেন তার স্পষ্ট কারণ জানা যায়নি।

কোন কোন প্রতিবেদন বলছে, তিনি (রবার্ট নাবাবান) গ্রামবাসীদের নিরাপত্তার কথা ভেবে সাপটিকে ধরতে গিয়েছিলেন।

আবার অন্য প্রতিবেদনে বলা হচ্ছে, তিনি রাস্তা পরিষ্কার করতে চেয়েছিলেন।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, নাবাবানের বাম হাতে সাপটি গভীর করে ধারাল দাঁত বসিয়ে দেয় এবং অল্পের জন্য হাতটা রক্ষা পায়।

সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাবাবান এখন সেখানেই চিকিৎসাধীন আছেন।

মৃত অজগরটি কিন্তু ছেড়ে দেয়নি গ্রামবাসীরা। প্রদর্শনের জন্য গ্রামের রাস্তায় সেটাকে ঝুলিয়ে রাখা হয়। এরপর ওই অজগর সাপটাকে কেটে টুকরো টুকরো করে ভেজে খেয়ে ফেলে তারা।

উল্লেখ্য মার্চ মাসে এরকম আরেকটি ঘটনা ঘটেছিলো। তবে এর ফলাফলটা মোটেও এরকম ছিল না। সেক্ষেত্রে বরং মানুষটিকে অজগরের পেটে পাওয়া গেয়েছিল।

এপি / এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
নাটোরে অবিশ্বাস্য দরে বিক্রি হচ্ছে সবজি
ব্যাট ছাড়াই ইমরান শিবিরের অবিশ্বাস্য ইনিংস, নেপথ্যের রহস্য
X
Fresh