• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ অক্টোবর ২০১৭, ১৭:৩১

এ বছর রসায়ন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী। বুধবার এ ঘোষণা দিয়েছে সুইডিশ নোবেল কমিটি।

তারা হলেন, জ্যাকস দুবোশে, জোয়াকিম ফ্রাঙ্ক এবং রিচার্ড হেন্ডারসন। ক্রিয়ো ইলেকট্রন মাইক্রোসকপি নিয়ে গবেষণার জন্য তারা এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে জ্যাকস দুবোশে হচ্ছেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুজানের শিক্ষক।

আর জার্মানিতে জন্মগ্রহণ করা জোয়াকিম ফ্রাঙ্ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ান।

স্কটিশ রসায়নবিদ রিচার্ড হেন্ডারসন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমআরসিতে গবেষণা করছেন।

ক্রিয়ো ইলেকট্রন মাইক্রোসকপি গবেষণা জিকা ভাইরাস কিভাবে সদ্য জন্ম নেয়া শিশুদের মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলে সেটা বুঝতে সাহায্য করছে।

এবারের নোবেল পুরস্কারের লক্ষ্যণীয় দিক হচ্ছে চিকিৎসা, পদার্থ ও রসায়নে নোবেল বিজয়ী মোট নয়জনের মধ্যে কোনো নারী নেই।

এছাড়া পুরস্কার প্রাপ্তিতে যথারীতি মার্কিনীরাই এগিয়ে আছেন। নয়জনের মধ্যে সাতজনই মার্কিন নাগরিক। তারা জন্মসূত্রে বা কর্মসূত্রে মার্কিন নাগরিক হয়েছেন।

গত সোমবার চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে এবার নোবেল মওসুম শুরু হয়েছে।

আগামী শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আর সাহিত্য পুরস্কার কবে ঘোষণা করা হবে, সে তারিখ পরে জানানো হবে বলে নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh