• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর

অনলাইন ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৮

রুশ-মার্কিন মধ্যস্থতায় সংশয় নিয়েই অস্ত্রবিরতি কার্যকর হলো গোটা সিরিয়ায়। স্থানীয় সময় সোমবার সূর্যাস্ত থেকে কার্যকর হয় এক সপ্তাহের এই অস্ত্রবিরতি। মানবিক ত্রাণ বিতরণের সুযোগ করে দেয়াই অস্ত্রবিরতির প্রাথমিক লক্ষ্য।

বিবৃতিতে বলা হয়, সশস্ত্র গোষ্ঠিগুলো যুদ্ধবিরতি লঙ্ঘন করলে যথাযথ জবাব দেয়ার অধিকার থাকবে সেনাবাহিনীর।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা-সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, অস্ত্রবিরতির সঙ্গে সঙ্গে উত্তরের শহর আলেপ্পোতে শান্তি বিরাজ করছে।

গেল সপ্তাহে দেশটিতে চলমান সংঘাত থামাতে এই সমঝোতা চুক্তি করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

অস্ত্রবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিলেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে এটি কার্যকরের কয়েক ঘন্টা আগে সন্ত্রাসীদের দখলে থাকা সব এলাকা পুনরুদ্ধারের অঙ্গীকার করায় আসলেই তা মানা হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে বিদ্রোহীরা।

অস্ত্রবিরতির বাইরে আছে আইএস ও জাবহাত ফাতেহ আশ-শামের দখলে থাকা এলাকাগুলো। এ নিয়ে চলতি বছর দ্বিতীয় দফা যুদ্ধ বন্ধ্রের প্রয়াস চালালো ওয়াশিংটন-মস্কো।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh