• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাখাইনে আরেকটি গণকবর থেকে ১৭ হিন্দুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২১

মিয়ানমারের রাখাইনে আরেকটি গণকবর থেকে গেলো সোমবার ১৭ হিন্দুর মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এর আগে রোববারও এখানকার একটি গণকবর থেকে ২৮ হিন্দুর মরদেহ উদ্ধার করা হয়।

মিয়ানমার সেনাবাহিনী দাবি করছে, রোহিঙ্গা বিদ্রোহীরা এই হিন্দুদের হত্যার পর গণকবর দিয়েছে। গণকবরের ছবি কক্সবাজারের কুতুপালংয়ে আশ্রয় নেয়া হিন্দুদের কাছেও ছড়িয়ে পড়েছে৷

তাদের দাবি, বাংলাদেশে আশ্রয় নেয়া এক শরণার্থী মিয়ানমারের হিন্দু সম্প্রদায়ের এক নেতার সঙ্গে যোগাযোগ করার পর রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলীয় গ্রাম ইয়ে বাও কিয়ার কাছে তল্লাশি চালানো হয়৷ সেই সময় ওই গণকবরের সন্ধান মেলে৷

এই ঘটনায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে (এআরএসএ বা আরসা) দায়ী করছে মিয়ানমার সেনাবাহিনী৷

তবে তাদের এই তথ্য কোনো সংবাদমাধ্যমই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি৷ কারণ, রাখাইনে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে মিয়ানমার৷

এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে আরসা৷ তাদের দাবি, তারা বেসামরিকদের ওপর কোনো হামলা চালায় না এবং কোনো হিন্দুকে হত্যাও করেনি৷

গেলো ২৫ আগস্টের পর বাংলাদেশের কক্সবাজারের কুতুপালংয়ের হরি মন্দিরের কাছে আশ্রয় নিয়েছে রাখাইনের মংডু থেকে পালিয়ে আসা প্রায় ৫০০ হিন্দু ধর্মাবলম্বী৷

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
গাজায় এক কবর থেকেই উঠে আসছে শত শত লাশ
গাজায় এক কবরেই মিলল ১৮০ মরদেহ
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
X
Fresh