• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইসরাইলে আঘাত হানতে সক্ষম নতুন ইরানি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫২

শুক্রবার নতুন একটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান। দেশটির সফল এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিন্দা করে বলেন, এ ক্ষেপণাস্ত্র আমেরিকার মিত্র ইসরাইলের ওপর আঘাত হানতে সক্ষম।

খোরামশাহর নামের এ ক্ষেপণাস্ত্রটির পাল্লা হচ্ছে ২০০০ কিলোমিটার। ইরানের টিভিতে এর উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে ট্রাম্প ইরানের সমালোচনা করেন।

এরপর শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প ফের ইরানের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, তারা (ইরান) উত্তর কোরিয়াকে সহযোগিতা করছে।

বিবিসির বিশ্লেষক কাসরা নাজী বলেন, ঠিক উত্তর কোরিয়ার মতো করেই ইরানও একটি বার্তা দিচ্ছে যে, তারা কোনো চাপের কাছে হার মানবে না।

গেলো শুক্রবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরান প্রতিরোধী ব্যবস্থা হিসেবে তার সামরিক শক্তি বাড়াবে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির বলেছেন, ইরানকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য কারও অনুমতি নিতে হবে না।

এদিকে রোববার আমেরিকা ভ্রমণে নতুন করে তিন দেশের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস জানায়, বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আলোচনার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট, যুবককে পিটুনি
ইসরাইলি গণহত্যাকে সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র : হামাস
ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
X
Fresh