• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাখাইনে হিন্দুদের গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:২১

মিয়ানমারের রাখাইন প্রদেশে একটি গণকবর খুঁজে পাওয়া গেছে। যেখানে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের মৃতদেহ রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, রোহিঙ্গা মুসলমান জঙ্গিরা এইসব হিন্দুদেরকে হত্যা করেছেন।

মিয়ানমারের সেনাবাহিনীর ওয়েবসাইটে দেয়া এক বিবৃতি থেকে যানা যায়, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশের একটি গ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গণকবর খুঁড়ে ২৮টি মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে ২০ জন নারী ও আট জন পুরুষ রয়েছেন। নিহত সবাই হিন্দু ধর্মাবলম্বী।

এতে দাবি করা হয়, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বাঙালি জঙ্গিরা এ হত্যাকাণ্ড চালিয়েছে।

যদিও এলাকাটিতে চলাচল নিয়ন্ত্রিত থাকার কারণে সেনাবাহিনীর এই অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি।