• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

জার্মানিতে সাধারণ নির্বাচন

চতুর্থবারের জন্য লড়ছেন মার্কেল

অনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:২১

চতুর্থবারের মতো চ্যান্সেলর হতে লড়ছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (সিডিইউ) প্রধান অ্যাঙ্গেলা মার্কেল। রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা।

সাধারণ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রের দিকে ছুটছেন জার্মানরা। এ নির্বাচনকে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের জন্য পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

বিবিসি জানায়, এ নিয়ে চতুর্থবারের মতো চ্যান্সেলর হতে লড়ছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (সিডিইউ) প্রধান অ্যাঙ্গেলা মার্কেল। তার দলই গেলো এক দশকের বেশি সময় ধরে জার্মানির পার্লামেন্ট বুন্দেস্টাগের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

১৮ বছরের বেশি ছয় কোটি ১৫ লাখ নাগরিক চার বছর পরের এই নির্বাচনে ভোট দিতে পারছেন। সাংবিধানিক আসনে পছন্দের প্রার্থী ঠিক করার পাশাপাশি তারা পছন্দের রাজনৈতিক দলও নির্বাচন করতে পারবেন।

ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট শুলজ নির্বাচনী প্রচারে বেশ সমস্যায় পড়েছেন। সরকারের সঙ্গে জোটে থাকায় বর্তমান চ্যান্সেলরের রাজনৈতিক বিরোধিতায় তাকে হিমশিম খেতে দেখা গেছে।

শুলজ-মার্কেল প্রতিদ্বন্দ্বিতা হলেও বিবিসি’র ধারণা, ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বর্তমান চ্যান্সেলর ফের স্বপদে ফিরছেন।

২০০৫ সাল থেকে জার্মানি শাসন করা এই নারীকে আন্তর্জাতিকভাবেও স্থায়িত্বের প্রতীক মনে করা হয়।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh