• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

উত্তর কোরিয়ার পাশ থেকে সরে যাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৭

আন্তর্জাতিক চাপে থাকা উত্তর কোরিয়ার পাশ থেকে সরে যাচ্ছে চীন। দেশটি থেকে আর বস্ত্র কিনবে না তারা। আগামী ১ অক্টোবর থেকে জ্বালানি তেল সরবরাহও কমিয়ে দেবে তারা। কমিয়ে দেবে তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহও।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই অবস্থান নিয়েছে বলে জানিয়েছে চীন। দেশটির এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছে আমেরিকা।

উত্তর কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হলো বস্ত্র। চীনের বস্ত্র কেনা বন্ধে উত্তর কোরিয়ার অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব পড়বে। এতে বছরে প্রায় ৭০ কোটি ডলারের আয় হারাবে উত্তর কোরিয়া।

এ বছরের শুরুতে উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানি সীমিত দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার ও আয়ের অন্যতম উৎস চীন।

গেলো দুই মাসে উত্তর কোরিয়ায় পেট্রলের দাম বেড়েছে ২০ শতাংশ। দেশটির পেট্রল পাম্পের এক কর্মীর মতে, গত শুক্রবার দাম ছিল ১ দশমিক ৯০ ডলার। শনিবার সেটি ২ ডলারে দাঁড়িয়েছে। আমার আশঙ্কা দাম আরো বাড়বে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh