• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবশেষে রাখাইনে কূটনীতিকদের প্রবেশের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:২৪

সংঘাত কবলিত রাখাইন প্রদেশে আগামী সপ্তাহে কূটনীতিকদের প্রবেশে অনুমতি দিয়েছে মিয়ানমার সরকার। তবে কোন দিন তা এখনো নির্ধারণ করা হয়নি। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

শুক্রবার রাতে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি’র কার্যালয়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের পর বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

২৪ আগস্ট পুলিশ চৌকিতে হামলার পর প্রদেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী হামলা চালায়। এতে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়া হয়। সরকারের পক্ষ থেকে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ বলা হলেও এটিকে ‘জাতিগত নির্মূলের সর্বোচ্চ উদাহরণ’ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক মহল।

সংঘাতের পর গণমাধ্যম, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা ওই প্রদেশে প্রবেশ করতে চাইলেও নিরাপত্তার অজুহাতে বাধা দেয়া হয়। বিশ্বজুড়ে তোপের মুখে পড়ার পর এবার দেশটির সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের প্রবেশের অনুমতি দেয়া হলো।