• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

এবার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৩

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড। স্থানীয় সময় বুধবার দেশটিতে শক্তিশালী এ ‍ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইনভারকারগিল থেকে ৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। এতে ঘরবাড়ি কেঁপে উঠে।

ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরতার ভূমিকম্পে কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি। প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এদিকে মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টা ১৪ মিনিটে শক্তিশালী এ ভূমিকম্প হয়। দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বিপর্যয়ের সময় দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন।

উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মাঝে আহতদের উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে।

৩২ বছর আগে ঠিক এ দিনেই ভয়ংকর ভূমিকম্পে আক্রান্ত হয় উত্তর আমেরিকার দেশটি। সেবার নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছিল। ভূমিকম্পপ্রবণ দেশটির দক্ষিণে চলতি মাসের শুরুতেই ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯০ জন নিহত হন।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রেকর্ড স্টোর ডে’তে এবারও বিশেষ আয়োজন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এবার মাহির সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে মুখ খুললেন জয়
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
X
Fresh