• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ইস্যুতে সু চি’কে ট্রুডোর ফোন

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৫

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতার গভীর উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী ও দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি’কে ফোন দিয়ে তিনি এই উদ্বেগ জানিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এ ফোনালাপে তিনি চলমান পরিস্থিতিতে নৈতিক ও রাজনৈতিক নেতা হিসেবে সু চি’র ভূমিকার ওপর সুনির্দিষ্টভাবে জোর দেন।

এতে বলা হয়েছে, চলমান এই সহিংসতার অবসান ঘটাতে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং রাখাইন রাজ্যে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মিয়ানমারের সামরিক ও বেসামরিক নেতাদের জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন জাস্টিন ট্রুডো।

সু চি’র সঙ্গে ফোনালাপে জাস্টিন ট্রুডো সব ধরনের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। এসময় তিনি সব নৃগোষ্ঠীকে সম্মান জানানোর মতো একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমার গড়ে তুলতে কানাডা সমর্থন দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন। ফোনালাপে সু চি মানবিক প্রচেষ্টায় কানাডার অবদানের প্রশংসা করেছেন।

জাস্টিন ট্রুডো তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টেও সু চি’র সঙ্গে ফোনালাপের কথা জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে উদ্বেগ জানাতে আজ (বুধবার) আমি অং সান সু চি’র সঙ্গে কথা বলেছি।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh