• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের নাগরিকদের বিনামূল্যে ভিসা দিবে ভারত

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৭

মিয়ানমারের নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণ ভিসা সুবিধা দেয়ার ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে দেশটির নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

বিনামূল্যের এই ভিসা কূটনীতিক, কর্মকর্তা ও জাতিসংঘের কর্মকর্তা যারা ভারত সরকারের আমন্ত্রণে সেদেশে সফরে যান তাদেরকে দেয়া হয়।

সু চির সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী রাখাইনের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মিয়ানমারের পাশে থাকবেন বলে জানান। একই সঙ্গে রাখাইন সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

গেলো ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযানের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমার সরকার। এর মাঝেই মিয়ানমার সফরে গিয়ে দেশটির পাশে থাকার ঘোষণা এল মোদির কাছে থেকে।

রোহিঙ্গা মুসলিমদের মানবিক অধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে রয়েছেন অং সান সু চি।গেলো কয়েকদিনে মিয়ানমারের রাখািইন থেকে অন্তত দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে বলে জাতিসংঘের শরণার্থীবিষয় সংস্থা ইউএনএইচসিআর’র মুখপাত্র জানিয়েছেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh