• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুচিকে ফোন দিয়ে নিন্দা জানালেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৭

রোহিঙ্গা জনগোষ্ঠিকে ঘিরে চলমান সংকট নিয়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি'র সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরদোয়ান সুচিকে বলেছেন, রোহিঙ্গাদের ওপর অত্যাচার নিয়ে মুসলিম বিশ্ব গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এ ইস্যুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুকে বাংলাদেশে পাঠানোর হচ্ছে কথাও বলেছেন এরদোয়ান।

এসময় নির্দোষ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নারকীয় হামলার নিন্দাও জানান তিনি।

এদিকে বুধবার বাংলাদেশে পৌঁছবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার।

এর আগে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভরণপোষণের দায়িত্ব নিতে চায় বলে জানায় তুরস্ক সরকার।

বাংলাদেশ সরকারকে সীমান্তে থাকা মিয়ানমারের নাগরিকদের জন্য ‘দ্বার খুলে দেবার’আহ্বান জানানো হয়।

জাতিসংঘের মতে গেলো ১১ দিনে প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে।

তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সঙ্গেও কথা বলেছি। সমস্যা কাটিয়ে উঠতে রোহিঙ্গা ইস্যুর সমাধানে এ বছরেই আলোচনা বসা হবে।

এর আগে ঈদুল আজহার অনুষ্ঠানে এরদোয়ান জানিয়েছিলেন, চলতি মাসে শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু উত্থাপন করা হবে।

গেলো ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর হাজারো রোহিঙ্গা নারী-পুরুষ পালিয়ে বাংলাদেশের দিকে আসতে থাকে। এদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় করে নদী ও সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করা শুরু করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে এতে অনেক মৃত্যুর আশঙ্কা করা হয়।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh