• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চীনে ব্রিকস সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৩

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিয়ামেনে শুরু হলো নবম ব্রিকস সম্মেলন। সোমবার দেশটির প্রেসিডেন্ট সি জিনপিং এ সম্মেলন উদ্বোধন করেন।

ব্রিকসভুক্ত দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না ও সাউথ আফ্রিকা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমের ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ সম্মেলনে যোগ দিয়েছেন।

এদিকে চীনে এ সম্মেলন অনুষ্ঠিত হবার আগের দিন দেশটির অনেক দিনের বন্ধুরাষ্ট্র উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সি জিনপিং তার বক্তব্যে বিষয়টি এড়িয়ে গেছেন।