• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিচারের মুখোমুখি হতে দেশে ফিরছেন পারভেজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় বিচারের মুখোমুখি হতে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। রোববার দুবাই থেকে দেয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন বেনজির হত্যা মামলার পলাতক আসামি সাবেক এ সেনাশাসক।

বিবৃতিতে তিনি বলেন, আমি স্বাস্থ্যগতভাবে সবল হওয়ার পর নিশ্চিতভাবেই পাকিস্তানে ফিরে যাব এবং বিচারের মুখোমুখি হব।

তিনি আরো বলেন, বেনজির ভুট্টোর অকাল মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমার কিছুই করার ছিল না। তারপরও তাকে হত্যা মামলায় রাজনৈতিক বিবেচনায় আমাকে জড়ানো হয়েছে।

সাবেক এ সেনা শাসক বলেন, প্রধানমন্ত্রী বেনজির হত্যার ঘটনায় আমি মোটেই ফায়দা লুটিনি এবং আমার বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা পুরোপুরি মিথ্যা, বানোয়াট ও জালিয়াতিপূর্ণ।

৩১ আগস্ট বেনজির হত্যা মামলার রায় দেন রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত।

রায়ে দুই সিনিয়র পুলিশ কর্মকর্তাকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। বেনজির হত্যায় জড়িত বলে তেহরিকে তালেবানে পাকিস্তানের (টিটিপি) সন্দেহভাজন পাঁচ সদস্যকে আসামি করা হলেও তথ্যপ্রমাণ না থাকায় আদালত তাদের খালাস দেন।

এদিকে পারভেজ মোশাররফসহ পাঁচজনকে বেনজির হত্যার জন্য অভিযুক্ত করে তাদের পলাতক ঘোষণা করা হয়। আদালত পলাতক আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। এছাড়া পারভেজকে গ্রেপ্তারে স্থায়ী পরোয়ানা জারি করেন আদালত।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh