• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আজ শপথ নিবেন ভারতের নতুন মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০২

রোববার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মোট নয় সংসদ সদস্য মন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। তারা হলেন অশ্বিনী কুমার চৌবে, শিব প্রতাপ শুক্লা, বীরেন্দ্র কুমার, অনন্তকুমার হেগড়ে, রাজ কুমার সিং, হরদীপ সিং পুরী, গজেন্দ্র সিং শেখাওয়াত, সত্যপাল সিং, এ কান্নানথানম।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন সকালেই নতুন শপথ নিতে চলা মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। তারপরে সকাল স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে মন্ত্রী হিসাবে শপথ নেবেন এই নয় সংসদ সদস্য।

গেলো দু’দিনে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মোট ছয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন।

নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন প্রান্ত ও ভিন্ন সামাজিক অবস্থান থেকে নতুন মন্ত্রীদের খুঁজে নিয়ে এসেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল দু’সপ্তাহ আগে ক্ষমতাসীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে (এনডিএ) যোগ দিলেও এখনও তাদের মন্ত্রিসভায় যোগদানের বিষয়ে কেউ নিশ্চিত নন।

রদবদল নিয়ে তাদের সঙ্গে কেউ আলোচনাও করেনি বলে জানিয়েছে নীতীশের দল।

পাশাপাশি আর এক এনডিএ শরিক শিবসেনাও জানিয়েছে, সংবাদমাধ্যম সূত্রে খবর পেলেও মন্ত্রিসভার রদবদল নিয়ে সরকারিভাবে তাদের কিছু জানানো হয়নি।

অন্যদিকে তেলুগু দেশম পার্টিও একই বক্তব্য জানিয়েছে।

ওয়াই/জেবি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh