• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৬

ত্যাগের মহিমা ও উৎসবের আমেজে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) ঈদুল আজহা উদযাপন করছেন সৌদি আরব, ফিলিপাইন, মিশর, ভারত অধিকৃত কাশ্মির , চীনের বেউজিং, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের মুসলিম ধর্মাবলম্বীরা। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করছেন অন্যতম বৃহত্তম এই ধর্মীয় উৎসব।

হজরত ইবরাহিম (আ.) এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে থেকে শুরু হয় কোরবানির এই প্রচলন।

ইসলাম ধর্মমতে, মহান আল্লাহ তাআলা নবী হজরত ইব্রাহিম (আঃ) কে স্বপ্নে তার সবচে’ প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। এই আদেশ অনুযায়ী হযরত ইব্রাহিম (আঃ) তার সবচে’ প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য প্রস্তুত হলে সৃষ্টিকর্তা তাকে তা করতে বাধা দেন এবং পুত্রের পরিবর্তে পশু কোরবানির নির্দেশ দেন। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্ঠি অর্জনের জন প্রতি বছর পশু কোরবানি দিয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন দেশে ঈদুল আযহা পালিত হচ্ছে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh