• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে এমপির বাড়িতে জঙ্গি হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ আগস্ট ২০১৭, ১৯:৫৮

আফগানিস্তানে সংসদ সদস্যের(এমপি) বাড়িতে সশস্ত্র জঙ্গি হামলায় হয়েছেন নিহত ৪। বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগরহারের জালালাবাদ শহরের ওই বাড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিন সকালে আফগানিস্তানের (এমপি) জাহির কাদেরের বাড়িতে একটি বিস্ফোরণ ঘটায় এবং গুলিবর্ষণ করে তারা।

নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া আরো জানায়, হামলাকারীরা দু’নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা করে। তবে তার আগে ভবনটির কাছে এক জঙ্গি তার জ্যাকেট বিস্ফোরণ ঘটায়।

এ প্রদেশে তালিবান ও আইএস জঙ্গিদের উপস্থিতি রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।

চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি শিয়া মসজিদে চালানো হয়েছিল। আত্মঘাতী ওই হামলায় নিহত হয়েছিল অন্তত ২৯ জন । আহত হয়েছিল আরো অন্তত ৬৩ জন।

আফগানিস্তানে এ বছর সহিংসতায় এরইমধ্যে এক হাজার ৭০০ এর বেশি বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নাজুক হতে থাকায় চাপের মুখে পড়েছে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকার।

ইরাক ও সিরিয়ার তুলনায় আফগানিস্তানে ঐতিহ্যগতভাবে শিয়া-সুন্নি বিভেদ জনিত সহিংসতা কম ছিল। তবে আইএসের স্থানীয় সদস্যরা গেলো বছর শিয়া গোষ্ঠীর ওপর বেশ কয়েক দফা হামলা চালায়।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh