• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডোকলাম সীমান্তে সেনাবাহিনীর টহল চলবে : চীন

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ আগস্ট ২০১৭, ০৯:৪৪

বিতর্কিত ডোকলাম সীমান্তে সেনাবাহিনীর টহল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন। ডোকলাম নিয়ে ভারতের সঙ্গে মাসব্যাপী দ্বন্দ্বের অবসানের পর বেইজিং এ পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং মঙ্গলবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, “ডোকলাম মালভূমিতে চীনের সেনাদেরকে মোতায়েন রাখা হবে এবং আমরা ঐতিহাসিক কনভেনশন অনুযায়ী আমাদের সার্বভৌমত্বের চর্চা অব্যাহত রাখব।” তবে যে রাস্তা তৈরি নিয়ে মূল সমস্যা তৈরি হয়েছিল সে সম্পর্কে বেইজিংয়ের ভবিষ্যত পরিকল্পনার কথা প্রকাশ করতে চান নি তিনি।

রাস্তা তৈরির কাজ বন্ধ করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চীনা মুখপাত্র জানান, “রাস্তা নির্মাণসহ অন্য কোনো অবকাঠামো তৈরি হবে কিনা সে সংক্রান্ত প্রাসঙ্গিক সব বিষয়কে আমরা বিবেচনায় নেব।” এর আগে ভারত সরকার ঘোষণা করে যে, ডোকলাম সীমান্ত নিয়ে তারা চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে এবং বেইজিং ভারতীয় সেনা প্রত্যাহারের ঘোষণার প্রশংসা করেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh