• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ট্রাক-জিপ সংঘর্ষে একই পরিবারের ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ আগস্ট ২০১৭, ১৯:৩১

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ জেলার তাগদি গ্রামে ট্রাক ও জিপের সংঘর্ষে একই পরিবারের ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো একজন।

ঘটনাস্থলেই ওই ১১ জন মারা যান। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার এ দুর্ঘটনা ঘটেছে বলে জেলা পুলিশ সুপার আর ভি আসারির বরাত দিয়ে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

জেলা পুলিশ সুপার আর ভি আসারি বলেন, পরিবারটি ভাভনগর জেলার ভল্লাবিপুরে তাদের আত্মীয়ের বাসায় যাচ্ছিল। যাবার পথে চালক নিজের আসনে ঘুমিয়ে পড়ে। যার প্রেক্ষিতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে ওঠে এসেছে, জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুল রাস্তায় চলে যায় আর উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

চলতি মাসের গেলো ১১ আগস্ট ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়। আগ্রা শহরের পাথাওলির কাছাকাছি দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

চালকের অদক্ষতা, রাস্তা ও যানবাহনের নিয়ন্ত্রণহীনতার কারণে ভারতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গেলো বছর দেশটিতে দেড় লাখ লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

এপি/কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh