• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রাজিলে নৌকাডুবিতে নিহত ১০, নিখোঁজ ৩৫

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ আগস্ট ২০১৭, ১৪:৩৮

ব্রাজিলের উত্তরাঞ্চলে নৌকাডুবিতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৩৫ জন। দেশটির পাবলিক সিকিউরিটি অফিস স্থানীয় সময় বুধবার জানিয়েছে, ৭০ জন আরোহী নিয়ে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যরা এখনও নিখোঁজ রয়েছেন।

খবরে বলা হয়, উদ্ধারকর্মীরা উত্তরাঞ্চলীয় পারা প্রদেশের জিনগু নদীতে নৌকাডুবির ঘটনাস্থলে পৌঁছেছে। জিওয়ান নিউজ সাইটের খবরে বলা হয়, বুধবার সন্ধ্যা নাগাদ মাত্র ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে কতজন যাত্রী ছিল তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পান্তা নেগ্রার কাছে নৌকাটি ডুবে যাবার সময় এতে ৭০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এ নৌকাডুবির কারণ জানা যায়নি।

তবে সংবাদপত্র ফোলহা ডি সাও পাওলোর খবরে বলা হয়, ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

প্যারা দমকল সার্ভিসের কর্নেল অগাস্তো লিমা ফোলহাকে বলেন, ‘সেখানে পানির উপরে এবং নীচে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। এ দুর্গম এলাকায় উদ্ধার কাজে আমরা তিনটি বিমান পাঠিয়েছি।’

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh