• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অবসরের বয়সসীমা বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স

তাইজুল ফয়েজ, ফ্রান্স

  ২৫ জানুয়ারি ২০২৩, ২৩:৫৮

অবসরের বয়সসীমা ৬২ বছর থেকে ৬৪ বছর করার সিদ্ধান্তের প্রতিবাদে গোটা ফ্রান্স জুড়ে আন্দোলন ও বিক্ষোভ অব্যাহত রেখেছে ফ্রান্সের আটটি শ্রমিক ইউনিয়ন। এতে সাধারণ ফরাসী থেকে শুরু করে কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

এই আন্দোলনে গোটা ফ্রান্সে প্রায় দুই মিলিয়ন মানুষ অংশগ্রহণ করে। শুধু রাজধানী প্যারিসেই ছিল প্রায় চার লাখ মানুষের উপস্থিতি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানী প্যারিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর থেকে শুরু করে বাস্তিল হয়ে নেশন পর্যন্ত পুরো এলাকা ছিল আন্দোলনকারীদের দখলে। পুলিশ ত্রিশ জন আন্দোলনকারীকে গ্ৰেপ্তার করেছে।

উল্লেখ্য গত ১০ই জানুয়ারি ফ্রান্সের প্রধানমন্ত্রী এ্যালিজাবেথ বরন্ জাতীয় সংসদে অবসরের বয়সসীমা বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করার পরিপ্রেক্ষিতে ১৯ জানুয়ারি আটটি শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের ডাক দেয়।

বর্তমানেও দেশটির বিভিন্ন স্থানে ছোট ছোট ভাবে আন্দোলন অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। তবে ম্যাকন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট ঘোষণা আসেনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রীতি জিনতার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
থালাপতি বিজয়ের ‘হুইসেল পোডু’ গানে উত্তাল নেটদুনিয়া (ভিডিও)
ইসরায়েলকে সহায়তা করায় উত্তাল জর্ডান
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh