• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৭, ১০:৩৬

রাশিয়া ও চীনের ১২টি কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে সহায়তা দেয়ার অভিযোগে মঙ্গলবার বেইজিং ও মস্কোর বিরুদ্ধে এ পদক্ষেপ নেয় মার্কিন অর্থ বিভাগ। নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার ওপর চাপ আরো বাড়বে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

এর আওতায় আসা চীনা ও রুশ কোম্পানিগুলোর সঙ্গে এখন থেকে কোনো মার্কিনি বা মার্কিন প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরই এলো এমন পদক্ষেপ।

এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন এক বিবৃতিতে বলেন, গণবিধ্বংসী অস্ত্র তৈরি এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করতে উত্তর কোরিয়া যে অর্থ ব্যয় করছে তা উপার্জনে চীন, রাশিয়া বা অন্য কোনো দেশের কোনো ব্যক্তি বা কোম্পানি সহযোগিতা করলে তা গ্রহণযোগ্য হতে পারে না।

এদিকে এ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ হয়েছে চীন। বেইজিং বলছে, চীনা কোম্পানিগুলোকে শাস্তি দেয়ার ভুল পদক্ষেপ ওয়াশিংটনকে অবিলম্বে সংশোধন করতে হবে।

তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh