• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ আগস্ট ২০১৭, ০৯:৪০

ভারতের উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন ৭০ জন। এ ঘটনায় আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুরী থেকে হরিদ্বারমুখী কলিঙ্গ-উৎকল এক্সপ্রেসের ১৪টি কামরা লাইনচ্যুত হয়।

উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর পার হয়ে খাটাউলির কাছে এ ঘটনা ঘটে। এসময় লাইনচ্যুত কামরাগুলো একে অপরের ওপর উঠে যায়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়া জানায়, যে লাইন দিয়ে ট্রেনটি যাচ্ছিল তাতে কাজ চলছিল। দ্রুত গতিতে ট্রেন চলে আসায় খেয়াল করেননি রেলের শ্রমিকরা।

স্থানীয়রা জানায়, রেললাইন মেরামতের সময় ট্রেনের চাকা পিছলে এ দুর্ঘটনা হতে পারে।

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। অন্ধকারেই লাইট জ্বালিয়ে উদ্ধার কাজ চালানো হয়।

দুর্ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে তিনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।

পুরী-হরিদ্বার কলিঙ্গ-উৎকল এক্সপ্রেসের এই ট্র্যাজেডিকে মর্মান্তিক বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মৃতদের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেছেন, এ ঘটনা খুবই যন্ত্রণার। আমি মৃতদের পরিবারের পাশে রয়েছি।

রেল মন্ত্রণালয় ও উত্তর প্রদেশ সরকার ট্রেন ট্র্যাজেডির দুর্গতদের জন্য সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বলেও জানান মোদি।

রেলমন্ত্রী সুরেশ প্রভু এক টুইটে জানান, রাতেই উদ্ধার কাজ শেষ হয়েছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। এদিকে নিহতদের পরিবারকে সাড়ে তিন লাখ এবং আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই ঘটনায় দুঃখপ্রকাশ করে রেলমন্ত্রী সুরেশ প্রভুর পদত্যাগ দাবি করেছেন।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
ভারতের পররাষ্ট্র সচিব যেদিন আসতে পারেন ঢাকায়
X
Fresh