• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ আগস্ট ২০১৭, ২১:২৭

ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি লাইনচ্যুত হয়ে বহু মানুষ হতাহত হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সবশেষ খবর অনযায়ী, দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দেড়শ' মানুষ। এ খবর জানিয়েছে রয়টার্স।

রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মুজাফফরনগরের খাওতালিতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ওড়িষ্যার পুরি থেকে ছেড়ে আসে ট্রেনটি। গন্তব্য ছিল উত্তরখন্ডের হরিদ্বার।

দুর্ঘটনায় ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হয়েছে বলে রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে।

টেলিভিশনের ফুটেজে লাইনচ্যুত বগিগুলো একটির ওপর আরেকটি পড়ে থাকতে দেখা গেছে।

প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh