• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফের নামাজ নিয়ে মন্তব্য করে সমালোচনায় যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ আগস্ট ২০১৭, ১৬:৪৪

ফের নামাজ পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শিবভক্তদের বার্ষিক তীর্থযাত্রা (কানওয়ার যাত্রা) ও জন্মাষ্টমী উৎসব নিয়ে বেশ কিছু নিয়মবিধি চালু করেছিল সরকার। সেই প্রসঙ্গ তুলেই যোগী নামাজ নিয়ে মন্তব্য করে বিতর্ক বাধালেন।

যোগী বলেছেন, যদি রাস্তায় নমাজ পড়া বন্ধ করতে না পারি তাহলে আমার কোনও অধিকার নেই কানওয়ার যাত্রায় জোরে মিউজিক বাজানো বন্ধ করা বা পুলিশ স্টেশনের ভিতরে জন্মাষ্টমী পালন বন্ধ করার।

রাস্তায় নামাজ পড়া বন্ধ নিয়ে যোগীর এই মন্তব্যের সমালোচনা করছেন রাজনৈতিক নেতারা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াগুলোতেও তাকে নিয়ে ব্যাপক বিতর্ক চলছে।

এর আগে অখিলেশ যাদবের সরকার পুলিশ স্টেশনের ভেতরে জন্মাষ্টমী পালন বন্ধ করে। এছাড়া কানওয়ার যাত্রাতেও খুব জোরে মিউজিক চালানো বন্ধ করে দেয়া হয়। সেই প্রেক্ষিতে যোগী বলেন, মসজিদের আজানের সময়ও জোরে মিউজিক চলে, লাউড স্পিকার বাজানো হয়।