• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুদ্ধের মহড়ায় দ.কোরিয়ার সেনা নিহত

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ আগস্ট ২০১৭, ১২:৪২

দক্ষিণ কোরিয়ায় যুদ্ধের মহড়া চালাতে গিয়ে এক সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছেন। কামান যুদ্ধের মহড়া চালানোর সময় দুই কোরিয়ার অভিন্ন সীমান্তের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, চারওন সীমান্ত শহরের কাছে এ ঘটনা ঘটেছে। ‘অসামরিক এলাকা’ নামে পরিচিত দুই কোরিয়ার কঠোর প্রহরাবেষ্টিত অভিন্ন সীমান্তের কাছেই অবস্থিত শহরটি।

দক্ষিণ কোরিয়ার সেনা সূত্র জানায়, মহড়া চলাকালে এক বিস্ফোরণে কয়েকজন সেনা আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আহত সেনাদের একজন মারা যান। আহত ছয় জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

যুদ্ধের অনুশীলন চালানোর সময়ে স্ব-চালিত কে-৯ থান্ডার হাউইটজার কামানে আগুন ধরে যায়। কামান পরিচালনায় নিয়োজিত সেনারাই এতে আহত হন।

আমেরিকার সঙ্গে যখন উলচি ফ্রিডম গার্ডিয়ান নামে পরিচিত বার্ষিক সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া তখন এ ঘটনা ঘটলো। চলতি মাসের ২১ তারিখে এ মহড়া শুরু হওয়ার কথা রয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ায় যেতে ইচ্ছুকদের জন্য সুসংবাদ
X
Fresh