• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ৩৪ কৃষকের আত্মহত্যা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ আগস্ট ২০১৭, ১৩:০১

গেলো ৮ দিনে ভারতের মারাঠাওয়াড়া অঞ্চলে ৩৪ জন কৃষক আত্মহত্যা করেছেন। বুধবার সরকারের এক প্রতিবেদনে কৃষক মৃত্যুর এ পরিসংখ্যানের কথা জানা যায়।

অঞ্চলটিতে বর্ষা মৌসুমে সর্বনিম্ন বৃষ্টিপাত দেখা দিয়েছে। যার ফলে জমিতে পানির অভাবে ফসলের ফলন কম হওয়ায় খরচ তুলতে পারেননি কৃষকরা। ঋণের জালে আটকে পড়ে এ সব কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয় বলে জানা গেছে।

জানা যায়, মারাঠাওয়াড়া অঞ্চলের আট জেলায় গেলো আট দিনে এসব কৃষক আত্মহত্যা করেন।

সরকারি প্রতিবেদনে জানা যায়, এ এলাকায় গেলো জানুয়ারির ১ তারিখ থেকে এ মাসের (আগস্ট) ১৫ তারিখ পর্যন্ত ৫৮০ জন কৃষক আত্মহত্যা করেছেন। যেখানে শুধুমাত্র বিদ জেলাতেই আত্মহত্যা করেছেন ১০৭ জন। আবহাওয়া অফিস থেকে ১৫ আগস্টের পর থেকে বৃষ্টি হবে বলে জানানো হলেও গেলো দু’দিনে বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। যা কৃষকদের তেমন কোন উপকারে আসেনি।

গেলো জুনে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে প্রতিদিন গড়ে ৩৫ জন কৃষক আত্মহত্যা করছেন বলে দাবি করেছিলেন তেলেঙ্গানা রাজ্য কংগ্রেসের প্রধান উত্তম কুমার রেড্ডি। তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দেয়া তথ্য তুলে ধরে এই দাবি করেন। উত্তম কুমার রেড্ডি বলেন, মোদি শাসনের প্রথম তিন বছরে তেলেঙ্গানায় মোট ২ হাজার ৯৬৪ জন কৃষক আত্মহত্যা করেছেন। এ সময় ঋণে জর্জরিত হয়ে প্রতিদিন গড়ে ৩৫ জন কৃষক আত্মহত্যা করেন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh