• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বন্যায় ভারত-নেপালে ২৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৭, ২৩:৪৩

বাংলাদেশ ছাড়াও বন্যায় ভাসছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, নেপাল। ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এরইমধ্যে মারা গেছে ২৪০ জনের মতো।

বুধবার পর্যন্ত উদ্বাস্তু হয়ে পড়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। নিখোঁজ রয়েছেন শতাধিক। নিখোঁজদের সন্ধানে পানিবন্দী এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এনডিটিভি জানায়, ভারতের বিভিন্ন এলাকায় নজিরবিহীন বন্যা ও ভূমিধসে মারা গেছেন ১২০ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার আসাম, মেঘালয়, হিমাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্য।

এরমধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বিহারে। সেখানে মারা গেছে ৫৮ জন। মারাত্মক বন্যার কবলে পড়েছে উত্তর বিহারের ১৩ জেলার প্রায় ৭০ লাখ মানুষ। বেশীরভাগ নদীই বিপদসীমার ওপর বইছে।

তবে বৃষ্টি না হওয়ায় পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাজ্যটিতে এরইমধ্যে মারা গেছে অন্তত ২৮ জন। পুরো ভারতের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলোতে।

নেপালের দক্ষিণাঞ্চলের জনবহুল এলাকায় ভয়াবহ বন্যায় মারা গেছে ১২০ জন। তলিয়ে গেছে, হাজার হাজার ঘরবাড়ি। দুর্ভোগে পড়েছে দেশটির প্রায় ২০ ভাগ মানুষ।

সংসদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জনারদান শর্মা জানান, এখন পর্যন্ত ৩৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh