• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় নিহত ৩২

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ আগস্ট ২০১৭, ১৭:২৮

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে আরো শতাধিক লোককে। এটি দেশেটির ইতিহাসে মাদকবিরোধী অভিযানের সবচে’ প্রাণঘাতী দিন বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার দিনভর রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলের বুলাকান প্রদেশে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, নিহত মাদক ব্যবসায়ীরা সশস্ত্র ছিলো এবং অভিযানরত বাহিনীর ওপর হামলা চালানোর পাল্টা জবাবে নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আগের দিন মধ্যরাত থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বুলাকানজুড়ে ব্যাপক অভিযানে নামে পুলিশসহ যৌথ বাহিনী। এসময় মাদক ব্যবসায়ীরা অভিযানরত কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলা চালালে তদের পাল্টা জবাব দেয়া হয়। এতে ৩২ জন নিহত হন। অভিযানে আটক করা হয় শতাধিক মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয় অবৈধ মাদক সামগ্রী ও অস্ত্র।

২০১৬ সালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মাদকের বিরুদ্ধে আলোচিত যুদ্ধ ঘোষণার পর দেশটিতে হাজারেরও বেশি সন্দেহভাজন নিহত হয়েছেন।

এ যুদ্ধ ঘোষণার পর মাদকবিরোধী অভিযানে প্রাণহানি হতে থাকায় প্রেসিডেন্টকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অভিযুক্ত করে পশ্চিমারা। এ জন্য দুতার্তের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। কিন্তু ফিলিপাইনের প্রেসিডেন্ট তার নিজের অবস্থানেই অনড় রয়েছেন এখন পর্যন্ত।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh