Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

জেদ্দার ছয়টি বহুতল ভবনে আগুন

সৌদি আরবের জেদ্দায় ছয়টি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

এর মধ্যে তিনটি ভবন আগুন লেগে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আগুন লাগার স্থান থেকে অন্তত ৬০ জন লোককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার জেদ্দা শহরের প্রাণকেন্দ্র 'আল বালাদ' হিস্টোরিক সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আরব নিউজ। তবে প্রাথমিকভাবে এখনো কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মক্কার সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল সাইদ সারহান জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত আগুন থামানোর চেষ্টা করে গেছেন অগ্নিনির্বাপক কর্মীরা।

অগ্নিকাণ্ডে আল কুমসানি, আল আসমায়ি এবং আবদেল আল নামের তিনটি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

আল বালাদ হচ্ছে পবিত্র নগরী মক্কা ও মদিনা শহরের মূল প্রবেশদ্বার।

এর আগে চলতি বছরের গেলো জুলাই মাসে সৌদি আরবের জানালাবিহীন একটি বাড়িতে অগ্নিকান্ডের ফলে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১১ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছিলো। নিহতদের সবাই ছিলো বাংলাদেশি ও ভারতীয় নাগরিক।

২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে ৯০ লাখ বিদেশি কর্মরত রয়েছে। তাদের বেশিরভাগ দক্ষিণ এশিয়া থেকে আগত।

এপি/এমকে

RTV Drama
RTVPLUS