• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৭, ১২:২৫

আফ্রিকান দেশ বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

স্থানীয় সময় রোববার রাতে রাজধানী উগানুদুর কেন্দ্রস্থলের ব্যস্ত কুয়ামি ক্রুমাহ এভিনিউয়ে একটি তুর্কি রেস্টুরেন্টসহ দুটি হোটেলে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হোটেল ও রেস্তোরার বাইরে কাস্টমারদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় তিন বন্দুকধারী।

এক বিবৃতিতে ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার।

তবে, তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

দেশটির যোগাযোগ মন্ত্রী টেলিভিশনে জানিয়েছেন, এ হামলায় কয়জন অংশ নিয়েছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

এদিকে নিহতদের মধ্যে একজন তুর্কি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে, শহরের একটি হাসপাতালের চিকিৎসক। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমাদের হাসপাতালে ১১ জনকে আহত অবস্থায় আনা হয়। তাদের মধ্যে এক তুরস্কের নাগরিকের মৃত্যু হয়েছে।

এরইমধ্যে ঘটনাস্থল ঘিরে রেখেছে, সেনাবাহিনী। আমেরিকান নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।

এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।

গেলো বছরের জানুয়ারিতে একটি ক্যাফেতে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠির হামলায় নিহত হয়েছিলো অন্তত ৩০ জন।

ওয়াই/এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh