• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সোয়াইন ফ্লু : ভারত-মিয়ানমারে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ আগস্ট ২০১৭, ১৪:২৮

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মিয়ানমারে ১৬ এবং ভারতে ৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাতে দেশটির গণমাধ্যম এলিভেন জানায়, ২১ জুলাই থেকে প্রাণঘাতী এই রোগে আক্রান্তদের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ১৩৬ জনে দাঁড়িয়েছে।

এ প্রেক্ষাপটে রোগ প্রতিরোধকারী দলকে মাঠ পর্যায়ে যেসব অঞ্চলে সংক্রমণের সংখ্যা বেশি সেখানে কার্যক্রম বাড়াতে বলা হয়েছে। এছাড়া বিশেষায়িত হাসপাতালে এ ভাইরাসে আক্রান্তরা চিকিৎসা নিচ্ছে।

এদিকে ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সুরাত শহরে এ ভাইরাসে আক্রান্ত আরো প্রায় ৪১ জনকে শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে ২৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

এরইমধ্যে এ ভাইরাসের সংক্রমণ রোধে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আলাদা চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।

সোয়াইন ফ্লু'র জন্য দায়ী 'এইচ ওয়ান এন ওয়ান' ভাইরাস। ২০০৯ সালে বিশ্বব্যাপী সোয়াইন ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ার পর ওই বছরের মে থেকে ২০১০ সালের নভেম্বর পর্যন্ত ভারতে ২ হাজার ৭২৫ জনের মৃত্যু হয়।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh