• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতের উপ-রাষ্ট্রপতি ভোটের ফলাফল সন্ধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৭, ১৭:৩১

ভারতে ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচন আজ শনিবার। এতে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভেঙ্কাইয়া নাইডু এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহাত্মা গান্ধীর নাতী ও পশ্চিম বাংলার সাবেক গভর্নর গোপালকৃষ্ণ গান্ধী।

সংখ্যার দৌঁড়ে অনেকটাই এগিয়ে ভেঙ্কাইয়া নাইডু। এদিন বিকেল পর্যন্ত পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভার ইলেক্টোরাল কলেজের অন্তর্ভুক্ত সদস্যরা ভোট করবেন।

সন্ধ্যা সাতটা নাগাদ ফলাফল জানা যাবে। নির্বাচিত উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির স্থলাভিষিক্ত হবেন। ১০ আগস্ট দায়িত্ব নেবেন নতুন উপ-রাষ্ট্রপতি।

নির্বাচনে এগিয়ে বিজেপির বেঙ্কাইয়া নাইডু। সংসদের দুই কক্ষ মিলিয়ে এনডিএ অর্থাৎ বিজেপি ও তার সহযোগী দলগুলোর সদস্য সংখ্যা অনেক বেশি থাকায় জয় প্রায় নিশ্চিত বিজেপির বেঙ্কাইয়া নাইডুর।