• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৯৬ বছর বয়সে অবসর নিলেন প্রিন্স ফিলিপ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ আগস্ট ২০১৭, ১২:২৩

অবসরে গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। রাজকীয় দায়িত্ব থেকে অবসরে যাবার আগে বাকিংহাম প্যালেসে বুধবার তিনি তার সর্বশেষ একক সরকারি কর্মসূচিতে অংশ নেন।

৯৬ বছরের প্রিন্স ফিলিপ গেলো মে মাসেই তার অবসরের সিদ্ধান্তের কথা জানান।

সে সময় তিনি বলেছিলেন, চলতি বছর শরৎকালেই তিনি অবসর নেবেন।

রেইনকোট এবং হ্যাট পরিহিত প্রিন্স ফিলিপ বুধবার রয়্যাল মেরিন সদস্য ও বর্ষীয়ান ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত করেন। এরপর তিনি বাকিংহাম প্যালেসের সামনে সেনাদের স্যালুট গ্রহণ করেন।

এ সময় হাজারো শুভাকাঙ্ক্ষী বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বাকিংহাম প্যালেসের বাইরে ফটকের সামনে হাজির হয়।

১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণের পর এ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন। রয়্যাল মেরিনসহ ৭৮০টির বেশি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, প্রেসিডেন্ট অথবা সদস্য প্রিন্স ফিলিপ ৬৩৭ বার বিদেশ সফর করেছেন এবং প্রায় সাড়ে পাঁচ হাজার বক্তব্য দিয়েছেন।

বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেন, অবসর নিলেও প্রিন্স ফিলিপ চাইলে রানির সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারবেন। এ মুখপাত্র বলেন, ৯১ বছরের রানি দ্বিতীয় এলিজাবেথ অবসর নিচ্ছেন না।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh